মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আবার ৬ দিনের বিরতিতে সংসদের চলতি অধিবেশন

আবার ৬ দিনের বিরতিতে সংসদের চলতি অধিবেশন

টানা চার কার্য দিবস চালানোর পর আবার ৬ দিনের বিরতিতে সংসদের চলতি অধিবেশন। নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১৬তম কার্য দিবস শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক ৪ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এর আগে সোমবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধী দলের অনুপস্থিতিতে দিনের কার্যসূচি শুরু হয়।

ঈদ ও পুজার বিরতির পরে ২৪ অক্টোবর ১৩তম কার্য দিবসে প্রধান বিরোধী দল বিএনপিসহ জোটের সংসদ সদস্যরা সংসদে যোগ দেন। সোয়া ৬ টায় যোগ দিয়ে সোয়া ১ ঘণ্টা থেকে ৭ টা ৪৪ মিনিটে সংসদ থেকে ওয়াক আউট করেন। এরপর আর সংসদে ফেরেন নি তারা। প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের ১৯ তম এ অধিবেশন শুরু হয় গত ১২ সেপ্টেম্বর। চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ