শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বিকেএসপিতে আর্চারি, এ্যাথলেটিক্স, হকি ও সাঁতার কোচেস সার্টিফিকেট কোর্সের সমাপ্তি

বিকেএসপিতে আর্চারি, এ্যাথলেটিক্স, হকি ও সাঁতার কোচেস সার্টিফিকেট কোর্সের সমাপ্তি

আজ (১৭ আগস্ট) বিকেএসপিতে আর্চারি , এ্যাথলেটিক্স , হকি ও সাঁতার বিভাগের পরিচালনায় তিন সপ্তাহব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স শেষ হয়েছে । বিকেএসপির মৌলিক কার্যক্রমগুলোর মধ্যে কোচেস সার্টিফিকেট কোর্স অন্যতম । কোর্স কারিকুলামে বিকেএসপির নিজস্ব কোচদের পাশাপাশি দেশের ক্রীড়া বিষয়ক বিশেষজ্ঞগণের অন্তর্ভুক্তিতে কোর্সের গুণগতমান অনেকাংশে বৃদ্ধি পায় । প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে কোর্স মূল্যায়ন সনদ প্রদান করেন। মহাপরিচালক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তৃণমূল পর্যয়ে খেলাধুলাকে সঠিক নিয়মে ও যুগোপযোগী করার ক্ষেত্রে কোচেস সার্টিফিকেট কোর্স সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে তিনি মনেকরেন। তিনি কোর্সে অংশগ্রহনকারী সকলকে বিকেএসপির এ্যাম্বাসেডর আখ্যা দিয়ে তৃণমূল পর্যায়ে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড় সংগ্রহের পাইপলাইন সৃষ্টিতে সহযোগিতা কামনা করেন। কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, সেনা বাহিনী, নৌ-বাহিনী, ক্লাব ও সংস্থা থেকে আগত সর্বমোট ৬০ জন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আর্চারিতে- ১১জন , এ্যাথলেটিক্সে-১৮ জন , হকিতে- ১৪ জন ও সাঁতারে- ১৭ জন অংশগ্রহণ করেন । সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আনোয়ার হোসেন ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. ইকবাল হোসেন ।
আরও পড়ুন

সর্বশেষ