বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

ডলারের সংকট কাটাতে বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থাৎ আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ কম সুদ পাবে।

১৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারির মাধ্যমে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদী আমদানি-রপ্তানি অর্থায়নের সুদের হার পুনঃনির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেটের সাথে ৩.০০ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারন করতে হবে। চলমান থাকাকাল পর্যন্ত বেঞ্চমার্ক রেট হিসেবে লিবর ব্যবহার করা যাবে বলে সার্কুলারে বলা হয়েছে।

পূর্বে সংশ্লিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেটের সাথে ৩.৫০ শতাংশ যুক্ত করে সুদের হার নির্ধারণ করা হতো। সংশ্লিষ্টদের মতে ইউএস ডলারের বেঞ্চমার্ক রেট হিসেবে ব্যবহৃত এসওএফআর এর হার উর্ধমূখী হওয়ায় ০.৫০ শতাংশ সুদের হার কমানোর ফলে বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি ব্যয় কিছুটা কমবে। পাশপাশি রপ্তানিকারকরাও কম সুদে রপ্তানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্ট করতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ