শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে১৮ আগষ্ট  রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে  লায়ন্স ক্লাব অব চিটাগাং...

১৮ আগষ্ট  রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে  লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির বিনামূল্যে সমন্বিত মেডিকেল, চক্ষু ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার  সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান  মহাজেরে মক্কী (রহঃ) এর একমাত্র সাহেবজাদা পীরে তরিকত কুতুবে জমান মুরশীদে বরহক শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ ঘঠিকা হতে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু ,ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে । বেতাগী আন্জুমানে রহমানিয়া,লায়ন্স ও লিও  ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃদস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরী এন্ড পাহাড়তলী ডায়াবেটিক সেন্টার এর সহযোগিতায় এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হবে । সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন,গাইনি,শিশু,চর্ম,নাক,কান ও গলা এবং চক্ষু  চিকিৎসা সেবা প্রদান করা হবে । সমন্বিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরী এ্যামবেসেডর লায়ন্স জেলা ৩১৫বি৪,বাংলাদেশের মাননীয় জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ, ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী  পিএমজেএফ, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ । চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে আছেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি লায়ন  মোহাম্মদ ওবায়দুর রহমান।  দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দেশবাসী সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

আরও পড়ুন

সর্বশেষ