মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাংসদ মেহের আফরোজ চুমকি। রোববার বিকেল ৫টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
গত ৩০ এপ্রিল শিরিন শারমীন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়। এ পদে এখন থেকে দায়িত্ব পালন করবেন চুমকি।
প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৫ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন চুমকি। তিনি বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।