শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের ৪ কোটি টাকা অনুদান...

বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের ৪ কোটি টাকা অনুদান প্রদান

এনআরবিসি ব্যাংক বন্যা দুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে। সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।1656331953_01-Daily-Inqilab

প্রসঙ্গত, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক সরকারের গ্রামকে শহরায়ন কর্মসূচিকে বেগবান করতে উপশাখা চালু করে গ্রাম-বাংলার প্রান্তিক ও ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিনাজামানতে সহজ শর্তে ঋণ বিতরণ করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাস মহামারী, শিক্ষা ও চিকিৎসাখাতে সিএসআর কার্যক্রমে আওতায় ব্যাপক কর্মকান্ড পরিচালনা করে এনআরবিসি ব্যাংক মানবিক ব্যাংকের উপাধি পেয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ