বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে১২ দফা দাবিতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানব বন্ধন

১২ দফা দাবিতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানব বন্ধন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন(বাআবিঅফ) আহুত ১২ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের ১৯ জুন, ২০২২ খ্রি. তারিখে মানব বন্ধন কর্মসূচি সফল করায় বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। ইউজিসি কতৃক কর্মকর্তা/কর্মচারী নিয়োগ,পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালার খসড়া ফেডারেশনকে দেওয়ার কথা দিলেও তা না দিয়ে একতরফা ভাবে যে কালো নীতিমালা চাপিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে তা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছে। ১৯৪৯ সালে বৈষম্যের বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ  ‍মুজিবুর রহমানকে যারা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করেছিল, এই বৈষম্যের নীতিমালা তাদের দোসরদের পায়তারা কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহব্বান জানান।  বহুল প্রতিক্ষিত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের প্রতিক্ষায় জাতি যখন আনন্দ প্রকাশ করছে এই সময় ইউজিসি কতৃক খসড়া চূড়ান্ত করার সংবাদ আমাদের ব্যথিত করেছে, এটি প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দোসরদের  কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন ফেডেরেশন নেতৃবৃন্দ। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।  অনতিবিলম্বে সকল কালাকানুন বাতিল করে ফেডারেশন কতৃক দাখিলকৃত ১২ দফা দাবি সংযোজন করে অভিন্ন নীতিমালা প্রনয়নের দাবি জানান ফেডারেশন নেতৃবৃন্দ। মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ