আলাদা মামলায় জামিন পেলেন বিএনপি’র দুই সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরকত উল্লাহ বুলু।
রোববার সকালে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত এই জামিন মঞ্জুর করেন। সংসদ অধিবেশনে যোগ দেয়ার কারণ দেখিয়ে জামিন আবেদন করলে তাদের জামিন দেয়া হয়। এর আগে, সংসদের বাজেট অধিবেশন সামনে রেখে বিরোধী দলের এই দুই নেতার মুক্তি দেয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনার আহ্বান জানিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এম কে আনোয়ারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা ছিল।
সোমবার বিকালে সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সদস্য পদ টিকিয়ে রাখতে হলে সংবিধানের নিয়ম অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদদের এ অধিবেশনে যোগ দিতেই হবে।