বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদজাতীয়সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা আর্জনের সফলতা ধরে রাখার তাগিদ

সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা আর্জনের সফলতা ধরে রাখার তাগিদ

020613 PMসহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা- এমডিজি অর্জনে বাংলাদেশের সফলতা ধরে রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়।

রোববার সকালে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ আয়োজিত ‘২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষগুলো অর্জনের মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালে। এরপর শুরু হবে বিশ্ব উন্নয়নের দ্বিতীয় পর্যায়। ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যগুলো কি তা নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘসহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা গুলোতে। আর এ আলোচনায় প্রথম সারির দেশ হিসেবে অবদান রাখছে বাংলাদেশ।

২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য নির্ধারণের জাতীয় কর্মশালা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ১৯৭৫ পরবর্তী দীর্ঘ সময় সামরিক শাসনের কারণে বাংলাদেশ আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়লেও বর্তমানে এম ডিজি অর্জনের প্রতিটি সূচকেই বাংলাদেশ ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তার সরকারের রূপকল্প ২০২১ জাতিসংঘের ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অন্তর্ভূক্ত হবে অনুসরণীয় মডেল হিসেবে।

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সকারকে আরো শক্তিশালী করার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ