মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়শেষ দিনেও বৃষ্টি

শেষ দিনেও বৃষ্টি

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বৃষ্টি যেন ‘অতিথি খেলোয়াড়’। এই আসছে, এই যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ পঞ্চম ও শেষ দিনের সকালেও বাগড়া দিল ঐ ‘বেরসিক’ বৃষ্টি। আর সেই বৃষ্টি-বাধায় এখনো খেলা মাঠে গড়াতে পারেনি।

আজ শুক্রবার সকাল নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। মাঠকর্মীরা জানিয়েছেন, বৃষ্টি থেমে গেছে। খেলা শুরু করার জন্য মাঠের পরিচর্যা করা হচ্ছে। জানা গেছে, সকাল সাড়ে নয়টায় একবার  মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। বেলা ১০টায় আবার মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত হয়, খেলা শুরু হবে বেলা সাড়ে দশটায়। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ২৬৯ রান করে নিউজিল্যান্ডের চেয়ে ১১৪ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

টানা দ্বিতীয় টেস্টে শতক হাঁকানো মমিনুল ১২৬ রানে অপরাজিত আছেন। তার ২২৫ বলের ইনিংসে চার ১৬টি। সঙ্গী সাকিব আল হাসান ব্যাট করছেন ৩২ রানে। চতুর্থ উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে।

এর আগে বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৮ উইকেটে ৪১৯ রান নিয়ে খেলা শুরু করে ৪৩৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৮২ ও ২৬৯/৩
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৩৭

আরও পড়ুন

সর্বশেষ