মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েনারী উদ্যোক্তাদের ইফতার মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস রোজা রাখি,আল্লাহর নিকট আত্মসমর্পণ করি। আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে।

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আজ নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে বরিশাল জেলার নারী উদ্যোক্তাদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রত্যাশিত স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। উন্নত রাষ্ট্রে পৌছাতে হলে নারীদের সাথে নিয়ে আগাতে হবে। নারীকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব না। আমাদের জনসংখ্যার অধিকাংশ নারী, তাই নারীর মর্যাদা অবশ্যই দিতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, বিসিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃনদরা, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নারী উদ্যোক্তা রিনা বেগমসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ