বলিউডের জনপ্রিয় তারকাজুটি সালমান-ক্যাটরিনাকে আবারো দেখা যেতে পারে একসাথে। তবে কোন কাহিনীচিত্রে নয়, তাদের একটি আইটেম গানে অভিনয় করার কথা শোনা যাচ্ছে। সালমান-ক্যাটরিনা জুটি সর্বশেষ ‘এক থা টাইগার’ ছবিতে অভিনয় করেছেন।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া সৌতেন ছবিটির রিমেক তৈরী নিয়ে কথা চলছিল বেশ কয়েক বছর ধরে। প্রথমবারের পরিচালক সাওয়ান কুমার তাক নির্মাণ করবেন সৌতেন এর সিক্যুয়াল ছবিটি। এ ছবিতেই একটি আইটেম গানে দেখা যেতে পারে সালমাল-ক্যাট জুটিকে।
পরিচালক ঘনিষ্ট সূত্রে থেকে জানা গেছে, এখনো অভিনেতা-অভিনেত্রী নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।