শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েস্বাধীনতা ও জাতীয় দিবসে বিএইচবিএফসি’র নানা কর্মসূচী

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএইচবিএফসি’র নানা কর্মসূচী

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে। এদিন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর নেতৃত্বে কর্পোরেশনের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ধানমন্ডি ৩২ নম্বর ও প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

FC9B5252-8212-4E17-BAA0-42B34C722865

এর আগে সকাল ৮.৩০টায় ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সদর দফতর ও ঢাকা জেলাধীন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানান। এদিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিএইচবিএফসি। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক নেতৃত্¦ ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় পর্ষদ চেয়ারম্যান, পরিচালক ড. নাছিমা আকতার ও তপন কুমার ঘোষ এবং ব্যবস্থাপনা পরিচালকসহ কর্পোরেশনের উল্লেখযোগ্যসংখ্যক নির্বাহী ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ আলোচনা করেন। দিবসটি উপলক্ষ্যে এদিন কর্পোরেশনের বিভিন্ন অফিসভবন বর্ণালী আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ