রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়া উৎসবে ৭৮ গুনিজনকে সম্মাননা দেওয়া হবে

পটিয়া উৎসবে ৭৮ গুনিজনকে সম্মাননা দেওয়া হবে

চট্টগ্রামের পটিয়া’ যে নামের সাথে জড়িয়ে আছে সুপ্রাচীন ইতিহাস। হাজার বছরের ইতিহাসে এই অঞ্চল  পেয়েছে নানা রূপ, পরিবর্তন হয়েছে বারবার এর মানচিত্র। এক সময়ের বৃহৎ পটিয়া এখনো স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে  চট্টগ্রামের বুকে। উত্তর-পশ্চিমে কর্ণফুলীর কলতান, পূর্বে সারি সারি সারি পাহাড়, দক্ষিণ প্রান্ত হতে সাগরের হাওয়া পটিয়ার আবহাওয়াকে দিয়েছে দারুণ মাত্রা। প্রকৃতির উদারতায় এখানে উর্বর মাটিতে উন্নত ফসল উৎপাদন যেমন হয়, তেমনি এখানে বারবার জন্ম নিয়েছে ইতিহাসের বুকে জায়গা করে নেওয়া কৃতি সন্তানেরা। এ মাটিতে জন্ম নিয়েছিলেন অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। মাষ্টার দা সূর্যসেন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের সংগঠিত করেছিলেন পটিয়ার মাটিতেই। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা দক্ষিন চট্টগ্রামে প্রথম উত্তোলিত হয়েছিল পটিয়াতেই ।  মুক্তিযুদ্ধে পটিয়ার ছিল গুরুত্বপূর্ণ অবদান। সংগীত জগতে গীতিকার, সুরকার ও  লোকশিল্পী আব্দুল গফুর হালী কিংবা আধুনিক ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু পটিয়ারই সন্তান। প্রাচীন পুঁথি সাহিত্য গবেষক যিনি মুসলিম সাহিত্যকে  পৌছে দিয়েছিলেন অনন্য উচ্চতায় ; আবদুল করিম সাহিত্য বিশারদ’ তার জন্মভূমিও পটিয়া। এভাবে কালে কালে পটিয়াতে শিল্প-সাহিত্য,ব্যবসা-বানিজ্যে নেতৃত্বদান সহ দেশের সেবায় কাজ করে যাচ্ছেন পটিয়ার কৃতী সন্তানেরা। এবার তাদের সন্মাননায় “পটিয়া ফাউন্ডেশন”র উদ্যোগে প্রথম বারের মত পটিয়াতে আয়োজিত হচ্ছে “পটিয়া উৎসব”। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২২-২৪ মার্চ তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে এই উৎসব।  যেখানে মোট ৭৮ জনকে দেয়া হবে সম্মাননা। মননোত্তর সম্মাননা পদকে মনোনিত করা হয়েছে।  ৩২ জনকে, ১১ জন বিশিষ্ট নাগরিক এবং ৩৫ জন কৃতি সন্তানকে  দেয়া হবে সম্মাননা।  জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী জানিয়েছেন , ৫৬ ভরি খাঁটি স্বর্ণে  তৈরী হচ্ছে স্বর্ণপদক। পটিয়ায় জন্ম নিয়ে যারা ইতিহাসে পটিয়ার নাম উজ্জ্বল করেছে তারা আমাদের রত্ন। আমরা পটিয়াবাসী তাদের বীরত্ব গাঁথাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পটিয়া উৎসবের মাধ্যমে তাদের সন্মাননা প্রদান করবো। পটিয়া ফাউন্ডেশনের  চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন বলেন , বিগত সময়ে কখনো এমন সন্মাননা দেয়া হয়েছে কিনা জানা নেই এবং ভবিষ্যতেও হবে কিনা জানি না। তবে আমরা চাই গুণীজনদের সম্মানা প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা চেষ্টা করবো কেউ বাদ গেলে পর্যায়ক্রমে তাদেরও সন্মাননা দেয়ার।
পটিয়া উৎসব উপলক্ষ্যে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। পটিয়া উৎসবের সকল প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কয়েক দফায় প্রস্তুতি সভায় বিভিন্ন শাখা কমিটি উপ কমিটি ইভেন্ট কমিটি গঠন করা হয়েছে বলে আয়োজন কমিটির জানিয়েছেন।তিনদিন ব্যাপী অনুষ্টানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান  খান কামাল এমপি, দ্বিতীয় দিন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও তৃতীয় দিন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি উপস্থিত থাকবেন। প্রতিদিন সন্ধ্যায় থাকবে পটিয়ার দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পটিয়া উৎসব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী জানান, পটিয়া উৎসবে পটিয়ার যেসব কৃতি সন্তান পটিয়ারকে সারা দেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সম্মনা দিয়ে তাদের এবং তাদের পরিবারকে সম্মানিত করার চেষ্ঠা করা হচ্ছে বলে জানান।

আরও পড়ুন

সর্বশেষ