বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স

যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ১৭ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর নেতৃত্বে কর্পোরেশনের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিএইচবিএফসি’র সদর দফতরস্থ নিজস্ব বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক তপন কুমার ঘোষ এসময় উপস্থিত ছিলেন।

145BE21B-A2F7-4080-AA15-711909D5125B

‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার/সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে বিএইচবিএফসি। প্রতিষ্ঠানটির কর্মসূচীর মধ্যে আরো ছিল: জাতীয় পতাকা উত্তোলন, ধানমন্ডিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা ও জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল। ড. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, এদিন প্রতিষ্ঠানটির সদর দফতর ও গোপালগঞ্জ অফিস ভবন আলোকসজ্জিত করা হয়। সারাদেশে বিএইচবিএফসি’র মাঠ-কার্যালয়সমূহ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় প্রশাসন গৃহীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

আরও পড়ুন

সর্বশেষ