শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মালদ্বীপে নতুন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ

মালদ্বীপে নতুন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ

 রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, এ নিয়োগ উক্ত মিশনে তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। এস এম আবুল কালাম আজাদ জানান, মন্ত্রণালয়ের কিছু প্রক্রিয়া শেষ করে ২৬ মার্চের আগেই তিনি যোগদান করবেন।

আবুল কালাম আজাদ ১৯৮৫ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৭ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন। এর আগে মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। আবুল কালাম আজাদ যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেন্যান্ট কোর্স এবং লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাথমিক স্টাফ কোর্স, তুরস্ক থেকে তুর্কি ভাষা কোর্স ও গানারি স্পেশালাইজেশন কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ল কোর্স, যুক্তরাষ্ট্র থেকে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং কোর্স সম্পন্ন করেন।

আরও পড়ুন

সর্বশেষ