বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনউচ্চ শিক্ষায় বিদেশে ছাত্র প্রেরণে বাংলাদেশ ১৪ তম : ড. মো: সেলিম...

উচ্চ শিক্ষায় বিদেশে ছাত্র প্রেরণে বাংলাদেশ ১৪ তম : ড. মো: সেলিম উদ্দিন

আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনে দেশে জনসচেতনতাবৃদ্ধির পাশাপাশি এক্ষেত্রে মানুষের প্রচেষ্টা ও সামর্থ্য বৃদ্ধিপেয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনপরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিমউদ্দিন, এফসিএ, এফসিএমএ ২০১৯ সালে বাংলাদেশ থেকে৪৪ হাজার তিনশ’ আটত্রিশ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে পৃথিবীরবিভিন্ন দেশে পাড়ি জমানোর তথ্য তুলে ধরে এ কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র অধ্যাপক ও ব্যুরো অব বিজনেসরিসার্চ (বিবিআর)-এর সভাপতি বিশিষ্ট এ শিক্ষাবিদ সম্প্রতিবিবিআর আয়োজিত Pursuing Higher Studies in Abroad: US perspective শীর্ষক এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন। এবছর উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে গমনকারীবাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১২২জন এবংদেশটিতে শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৪-তমমর্মেও ড. সেলিম তাঁর বক্তব্যে তথ্য প্রদান করেন।

3F769FCC-DCA4-4FA8-88BA-651018A98EA6

চবি প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় গত১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ওয়েবিনারেযুক্তরাষ্ট্রের ম্যাকনিস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যেএ বিষয়ে তথ্যবহুল ও বিস্তারিত গাইডলাইন তুলে ধরেন।

আরও পড়ুন

সর্বশেষ