শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়শতভাগ যাত্রী নিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে চলবে ট্রেন

শতভাগ যাত্রী নিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে চলবে ট্রেন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী একথা জানান।

এ সময় তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। সেদিন থেকে শতভাগ টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

বলে রাখা ভালো, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ