রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......৭ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে

৭ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নবম জাতীয় সংসদের ১৯ তম অধিবেশন বিকাল ৪টা ৩৯ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। এর আগে বিকাল সাড়ে ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলমান সংসদের ১৯ তম অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

এদিকে বিরোধীদল অধিবেশনে যোগ না দিলেও সংসদে উপস্থিত রয়েছেন। তবে বিরোধীদল যে কেনো সময়ে অধিবেশনে যোগ দিবে বলে জানা গেছে। দিনের কার্যসূচী অনুযায়ী প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। জরুরী জন-গরুত্বসম্পন্ন বিষযে মনোযোগ আকর্ষণ, কমিটির রিপোর্ট উপস্থাপন। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। সংবিধান অনুযায়ী এটি মহাজোট সরকারের শেষ অধিবেশনও।

গত বাজেট অধিবেশনে বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা যোগ দিলেও চলতি অধিবেশনের শুরু থেকেই ধারাবাহিকভাবে অনুপস্থিতর পর আজ যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের চলতি অধিবেশন শুরু হয় গত ১২ সেপ্টেম্বর চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিলো ২০০৯ সালের ২৫ জানুয়ারী।

আরও পড়ুন

সর্বশেষ