বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।

২৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলায় ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর চার জনের মধ্যে রাঙ্গুনিয়ায় দুইজন, আনোয়ারায় একজন  ও একজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৩৭ জন। বাকি ২৮ হাজার ৩৬২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ