বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মানবিক উষ্ণতা নিয়ে বান্দরবান ও কুড়িগ্রামে সন্ধানী চমেক ইউনিট

মানবিক উষ্ণতা নিয়ে বান্দরবান ও কুড়িগ্রামে সন্ধানী চমেক ইউনিট

শীতের আগমনে সমাজের এক শ্রেণির মানুষ যখন নতুন নতুন সোয়েটার জ্যাকেট কিনতে ব্যস্ত তখন সমাজের আরেক শ্রেণির মানুষের চোখে মুখে চিন্তার ছাপ এই ভেবে যে শীতের তীব্রতায় কিভাবে কাটবে শীতের দীর্ঘ রাতগুলো , সন্তানের ঠান্ডার কষ্টই বা কিভাবে কমাবে পুরনো ছেঁড়া আর তালি দেওয়া কাঁথা কিংবা পাতলা কম্বলটা দিয়ে ।

E9940E3E-68B4-4763-AB8D-B8BEF72D13EC
কম্বল নয় শীতের ভোরের খড়কুটো দিয়ে জ্বালানো আগুনটাই হয়ে দাঁড়ায় তাদের একটু দেহ উষ্ণতার একমাত্র অবলম্বন । তাই এমন সময়ে তাদের শীতনিদ্রা কে উষ্ণতায় ভরিয়ে দিতে “CMC on FB” এবং “সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট” এর যৌথ উদ্যোগে সন্ধানীয়ানরা পৌঁছে গেছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ও বান্দরবান জেলায় প্রত্যন্ত অঞ্চলে ।২৪ শে ডিসেম্বর শুক্রবার বান্দরবানের লামায় রূপসী পাড়া ইউনিয়নের ১০০ পরিবারের এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের কালীগঞ্জ ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় । এসময় সন্ধানীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্জয় , তিলক , রমিজ , রোমান , সাদ , হাসান ,নাফিস সহ আরো অনেকে ।

শীতবস্ত্র বিতরণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পাশে ছিলেন, সন্ধানী চমেক ইউনিট তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ।
মানবিক উষ্ণতা ছড়িয়ে যাক প্রতিটি ঘরে ঘরে, শীত আসুক দূর্ভোগ নয়, উপভোগ হয়ে।

আরও পড়ুন

সর্বশেষ