বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসরওয়ার উল্যাহ ফাউন্ডেশন ও লায়ন্স ইম্পেরিয়াল সিটির আয়োজনে ফেনীর ইজ্জতপুরে চিকিৎসা সেবা...

সরওয়ার উল্যাহ ফাউন্ডেশন ও লায়ন্স ইম্পেরিয়াল সিটির আয়োজনে ফেনীর ইজ্জতপুরে চিকিৎসা সেবা পেল ১৮৫০জন মানুষ

মানবতায় মানব সেবায় এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে ১৮৫০জন মানুষ পেল সমন্বিত চিকিৎসা সেবা । ফেনী সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসইউডব্লিওএফ) এবং লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির যৌথ উদ্যোগে ফেনী সদর ইজ্জতপুর হাইস্কুল প্রাঙ্গনে ১৮ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সিলভার জুবিলী উপলক্ষ্যে দিনব্যাপী সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত আয়োজন করা হয় এক অনন্য সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্প  আয়োজন করা হয় । সমন্বিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মেহফুজা রাজ্জাক, ডাঃ এস এম সাদিক হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইদ্রিস উল্যাহ ভূঁইয়া, নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ সালেহ উদ্দিন শিবলু, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলাম, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ জয়নাব আক্তার ঝুমি এবং ডাঃ রেজোয়ানা জাহান, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মঞ্জুরুল হক, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অতনু চক্তবর্তী, দন্ত বিশেষজ্ঞ ডাঃ ইমরান হোসাইন ও ডাঃ নাহিদ সুলতানা, চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ, ডায়াবেটিস টেস্ট ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লিও বৃন্দ ।

7DE97BED-D94E-412F-9C1D-5F6EBAFAD712সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্পে গাইনী বিভাগে ২৭০ জন ,শিশু সাস্থ্য বিভাগে ২১০ জন, মেডিসিন বিভাগে ৪৮১ জন, হৃদরোগ বিভাগে ৬৮ জন , নাক,কান ও গলা রোগ বিভাগে ৫৮ জন , এবং ডায়াবেটিস বিভাগে ৭৮ জন, চক্ষু রোগ বিভাগে চিকিৎসা প্রদান করা হয়েছে ২৩৭ জন রুগীকে, দন্ত বিভাগে মোট ৫৫ জন রুগীকে, ৫ জন রুগীর দাঁত উঠানো সহ বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ১০০ জন রুগীকে বিনামূল্যে চশমা এবং বাকীদের প্রয়োজনীয় চোখের ড্রপস প্রদান করা হয়েছে এবং ২২ জন রুগীকে অপারেশন এর জন্য উপদেশ প্রদান করা হয়েছে। ডায়াবেটিস ক্যাম্পে মোট ২১২জন রুগীকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে এবং ১৭০ জন রুগীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে । এছাড়াও সকল সেবা গ্রহনকারী রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে । লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির টেইল টুইস্টার লায়ন শেখ মুহাম্মদ এরফান উল্লাহ ভূইয়া’র সার্বিক তত্তাবধানে আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রমে যৌথ ভাবে  সভাপতিত্ত করেন সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জনাব মোস্তাফা আহমেদ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভাপতি লায়ন কাশেম শাহ ।এই চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি পিএমজেএফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন । এছাড়াও উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. সাদিক হোসাইন, ক্লাব সেক্রেটারী লায়ন মাহতাব উদ্দিন রিকো,ক্লাব ট্রেজারার লায়ন ডা. মেহফুজা রাজ্জাক-ট্রেজারার, মার্কেটিং ও কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মিজানুল করিম, প্রোগ্রাম কো অর্ডিনেটর লায়ন আবু রায়হান সোনাপুর হাইস্কুলের সভাপতি জাহেদ বিন আলম, সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ-সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, অর্থ-সম্পাদক মোঃ ইয়াছিন, কার্যকরী সদস্য  মঈনুল হক মজনু, সদস্য হাবিবুর রহমান (সিরাজ), শেখ মোঃ এরফান উল্যাহ, শেখ মোস্তাক উল্যাহ, জোবায়ের ইবনে হাবীব (সানি), মৌটুবী ইউনিয়নের ৪নং ওয়ার্ড  মেম্বার জনাব সাখাওয়াত হোসেন (সবুজ), লিও জেলার আরডি হেড কোয়ার্টার লিও আরসেল আজিম মোহন,লিও মহিউদ্দিন সিরাজ,লিও আহমেদ পাপন, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ভারপ্রাপ্ত লিও সভাপতি লিও সিরাজুল ইসলাম রিপন, মোঃ রাশেদুল ইসলাম (রাসেল), নিরব, তোফা, মাহফুজ সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন।

আরও পড়ুন

সর্বশেষ