শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপতেঙ্গা মডেল থানায় “আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার” অনুষ্ঠিত

পতেঙ্গা মডেল থানায় “আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার” অনুষ্ঠিত

সমাজ হতে উগ্রবাদের শেকড় উৎপাঠনে পুলিশ ও জনগনের মধ্যকার দুরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এবং জনগণের সম্পৃক্ততায় এলাকার কমিউনিটি পুলিশিং এবং থানার সহযোগিতা নিয়ে সকল ধরণের নির্যাতন , সহিংসতা, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমানোর লক্ষ্যে আইন শৃংখলাবাহিনীকে সম্পৃক্ত করার প্রয়াসে সিএমপি পতেঙ্গা মডেল থানার আয়োজনে পিস প্রকল্পের সহযোগিতায়  “আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার”অংশ ণড়ঁৎ খড়পধষ চড়ষরপব ঙভভরপবৎ কার্যক্রম ১২ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টা হতে ২ টা পর্যন্ত পতেঙ্গা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।

E7CC3A48-F69A-4311-AE65-B355687187BC

সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় পতেঙ্গা মডেল  থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব জনাব মো: কবির হোসেন এর সভাপতিত্তে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ,সিএমপি বন্দর জোন জনাব মোঃ আবুল কালাম সাহিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশানের  ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জনাব ছালেহ  আহম্মদ চৌধুরী,পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আলী আহমদ,স্টীল মিল বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং ফোরাম পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন । এছাড়া ও কমিউনিটি ও বিট পুলিশিং ফোরামের সদস্য সহ  পতেঙ্গা মডেল থানা পুলিশের বিভিন্ন বিটের এবং থানায় নিয়োজিত পুলিশ ও  স্থানীয় জনগন (নারী -পুরুষ) অংশগ্রহন করেন। পুরো কার্যক্রমটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন  সংশপ্তক-পিস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোমেনা আক্তার সাথী।এবং সার্বিক ভাবে সহযোগিতা করেন জনাব রানা চৌধুরী, উপজেলা সমন্বয়কারী, চন্দনাইশ, সংশপ্তক-পিস প্রকল্প,সংশপ্তক চট্টগ্রাম । দুই ভাগে বিভক্ত কার্যক্রমে ১ম পর্বে পিস প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক-পিস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোমেনা আক্তার সাথী। এর পর পতেঙ্গা মডেল  থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম তোলে ধরেন পতেঙ্গা মডেল  থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব জনাব মো: কবির হোসেন । উনার বক্তব্যের পর প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় । উপস্থিত জনতা পুলিশের  মুখোমুখি হয়ে তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও তা সমাধানের জন্য পুলিশের কাছে প্রশ্ন করেন । বিশেষতঃ এলাকায় ছিনতাই জুয়া ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে কিভাবে পুলিশ থেকে সহযোগিতা পেতে পারে, কিভাবে এলাকার আইন-শৃংখলা বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে পারেন, এই ক্ষেত্রে বর্তমান পদক্ষেপ কি? ইয়াবা সেবন ও ব্যবসা প্রতিরোধে কিভাবে কাজ করা যায়, মাদক বন্ধে সিপিএফ এবং পুলিশের ভূমিকা কি এবং উগ্রবাদী কোন কর্মকান্ড সংগঠিত হওয়ার কোন আশংকা দেখা দিলে তাদের করণীয় ইত্যাদি বিষয়ে প্রশ্ন উত্তাপন করেন । পুলিশ এর পক্ষ থেকে তার প্রতিকারের উপায় বিষয়ে উত্তর প্রদান করেন পতেঙ্গা মডেল  থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব জনাব মো: কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশানের  ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জনাব ছালেহ  আহম্মদ চৌধুরী; পুলিশের কর্মকান্ডে জনতার মুখোমুখি হওয়া এবং পতেঙ্গা থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মহোদয় সহ আয়োজনে উপস্থিত বন্দর জোন ও পতেঙ্গা থানার সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন । প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ,সিএমপি বন্দর জোন জনাব মোঃ আবুল কালাম সাহিদ- সকল অপরাধ মূলক কর্মকান্ড নস্যাত করার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন । তিনি বলেন সক্রিয় কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম সমাজকে অপরাধ মূলক কর্মকান্ড হতে বিরত রাখে এবং জনগনের পাশে পুলিশের যৌথ কার্যক্রম অবদান রাখতে পারে। এবং সমাজে অপরাধ প্রবনতা কমিয়ে আনতে ভূমিকা রাখতে পারে । তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে কার্যক্রম পরিচালনা এবং জনতা ও পুলিশের মধ্যে সমন্বয় সাধন করার প্রয়াসের জন্য সংশপ্তক ও দি এশিয়া ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন । ধন্যবাদ বক্তব্য রাখেন সংশপ্তকের সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। এর পর অনুষ্টানের সভাপতি পতেঙ্গা মডেল  থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব জনাব মো: কবির হোসেন সভার সমাপ্ত ঘোষনা করেন ।  উল্লেখ্য ,২০১৯ সাল হতে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহয়োগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন  বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানার আওতাভূক্ত এলাকায় সংশপ্তক – পিস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ।

আরও পড়ুন

সর্বশেষ