শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়া ১৭ ইউনিয়নের ১৩ তেই পরিবর্তনের হাওয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়া ১৭ ইউনিয়নের ১৩ তেই পরিবর্তনের হাওয়া

মোরশেদুল হক, পটিয়া:  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা না হলেও জল্পনা-কল্পনার শেষ নেই চট্টগ্রাম পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের। বিএনপি নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ প্রার্থীরা সম্ভবনাময় বিজয়ের লক্ষ্যে দলের মনোনয়ন প্রত্যাশায় জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে মনোনয়ন প্রত্যাশীরা আবার অনেকেই কেন্দ্রীয় নেতাদের শরণাপন্ন হচ্ছে ঢাকায় ।
শোভনদন্ডীতে বর্তমান চেয়ারম্যান এহসানুল হক এর হ্যাটট্রিক বিজয়ের হাতছানিতে বড় বাধা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর খালেদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকন।
খরনায় বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান এর বিপরীতে আওয়ামী লীগ নেতা শহিদুল আলী মঞ্জু ও উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী শক্ত অবস্থানে। চমক হিসেবে আসতে পারে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান লিটন।
কচুয়ায়তে ইনজামুল হক জসিম এর বিপরীতে একাট্টা হয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ঋষি বিশ্বাস, মোহাম্মদ এনাম মজুমদারসহ এক ডজন নেতা, তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে ইনজামুল হক জসিম।
ছনহরায় গতবারের প্রার্থী শিল্পপতি কামাল উদ্দিন এর পরিবর্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা উসমান আলমদার মনোনয়ন পেতে চেষ্টা করছেন। ভাটিখাইনে বখতিয়ার চেয়ারম্যান এর পরিবর্তে যুবলীগ নেতা আবু সালেহ মোঃ শাহরিয়ার এর হাতে উঠতে পারে নৌকার বৈঠা। হাইদগাঁওতে গতবারের পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের পরিবর্তে বি এম জসিম অনেকটাই এগিয়ে আছেন। কেলিশহর সরোজ সেন নান্টুর পরিবর্তনের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ইউনুস মেম্বার ও আবুল হোসেন মাখন মনোনয়ন প্রত্যাশী।
ধলঘাটে রনবীর ঘোষ টুটুনের পরিবর্তে ব্যবসায়ী আবুল বশর এর নাম আলোচনায় আসছে। তবে সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন রুবেলকেও উড়িয়ে দেওয়া যায় না। দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম চেয়ারম্যান অনেকটাই নিশ্চিত তবে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ মনোনয়ন চাইলেও চোখে পড়ার মতো কোন রাজনৈতিক তৎপরতায় দেখা যাচ্ছে না । হাবিলাসদ্বীপে ফৌজল করিম কুমার অথবা আবু সালেহ চৌধুরি হতে পারে নৌকার মাঝি । কুসুমপুরাই ইব্রাহিম বাচ্চুর পরিবর্তে নৌকার মাঝি হতে পারেন এম এজাজ চৌধুরী । এখানে চমক হতে পারে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হোসেন রানা জিরিতে আবুল কালাম ভোলার পরিবর্তে আজিজুল হক অথবা আমিনুল ইসলাম টিপুর সম্ভাবনা রয়েছে কোলাগাওতে আহমদ নুর চেয়ারম্যানের পরিবর্তে যুবলীগের মাহাবুব হক চৌধুরী সম্ভাবনা রয়েছে আশিয়াতে বর্তমান চেয়ারম্যান মোঃ হাশেম এর পরিবর্তে যুবলীগ নেতা ইমরান উদ্দিন বশির মনোনয়ন প্রত্যাশা করছে। এডভোকেট বেলাল উদ্দিন ও দস্তগীর চৌধুরী রয়েছেন মনোনয়ন দৌড়ে। কাশিয়াইশে কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের দুই ভাগিনা বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম অথবা জহির আহমেদের হাতেই উঠতে পারে নৌকার বৈঠা। বড়লিয়া শাহিনুল ইসলাম সানুর পরিবর্তে সৈয়দ নুরুল আফছার অথবা ব্যবসায়ী খোরশেদ আলম আসতে পারেন। জঙ্গলখাইনে গাজী ইদ্রিসের পরিবর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া, সেক্রেটারি মুর্তাজা কামাল অথবা সাইফুল হাসান টিটুর সম্ভাবনা রয়েছেন চমক হিসেবে থাকতে পারে যুবলীগের সাহেদ চৌধুরী সুমন।

আরও পড়ুন

সর্বশেষ