বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়পৌরসভার মেয়র-কমিশনাররা মেয়াদ শেষে পদে থাকতে পারবেন না

পৌরসভার মেয়র-কমিশনাররা মেয়াদ শেষে পদে থাকতে পারবেন না

যথাসময়ে নির্বাচন না হলে দেশের কোনো পৌরসভার মেয়র ও কমিশনার তাদের পাঁচ বছরের মেয়াদ শেষে ক্ষমতায় থাকবেন না। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মেয়াদ শেষ হওয়ার পর সরকার ছয় মাসের মধ্যে প্রশাসক নিয়োগ করবে। যারা পৌরসভাগুলোকে পরবর্তী নির্বাচন পর্যন্ত কার্যকরী রাখবে এবং পরবর্তী স্থানীয় কমিশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করবে।

তিনি জানান, এক বছরের বেশি সময় বেতন-ভাতা বকেয়া রাখলে পৌরসভা বাতিলের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২১’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে মেয়রের পাঁচ বছরের মেয়াদ শেষে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে। সংশোধিত আইন অনুযায়ী, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। পৌরসভার ‘সচিব’-এর নাম পরিবর্তন করে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন

সর্বশেষ