রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়১৩ দিন মুলতবির পর বুধবার বসছে সংসদ অধিবেশন

১৩ দিন মুলতবির পর বুধবার বসছে সংসদ অধিবেশন

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর প্রস্তাব-পাল্টা প্রস্তাবের মধ্যেই জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসছে বুধবার। বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ কমিটির সদস্য।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. জয়নাল আবেদীন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের বিষয়টি পরিবর্তনকে নিশ্চিত করেছেন। বৈঠকের নোটিসের আলোচ্যসূচিতে দেখা যায়, “নবম জাতীয় সংসদের ১৯তম (২০১৩ সালের ৪র্থ) অধিবেশনের অবশিষ্ট কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ।”

এদিকে টানা ১৩ দিন মুলতবির পর বুধবার বিকাল সাড়ে ৪টায় বসছে সংসদ অধিবেশন। গত ৯ অক্টোবর ঈদ ও দুর্গাপুজা উপলক্ষে অধিবেশন মুলতবি করেন স্পিকার। বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ১৯তম অধিবেশন শুরু হয়। এ দিন কার্য উপদেষ্টা কমিটি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।

এরপর দিন থেকে দশম সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে এ নির্বাচন হবে।

আরও পড়ুন

সর্বশেষ