শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসংশপ্তক পিস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংশপ্তক পিস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

WhatsApp Image 2021-09-16 at 1.35.06 PMবেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন  বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক – পিস প্রকল্পের আয়োজনে “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ যথাক্রমে ১৪  সেপ্টেম্বও,২০২১  আনোয়ারা বন্দর কমিউনিটি সেন্টারস্থ দেয়াং রেষ্টোর‌্যান্ট  ও ১৬ সেপ্টেম্বর,২০২১ কর্ণফূলী উপজেলার চরলক্ষ্যা এইচ টি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় । আনোয়ারা উপজেলার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) সৈয়দ মুহাম্মদ ওমর ।

প্রশিক্ষণ কার্যক্রমে ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দি এশিয়া ফাউন্ডেশন ,বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (এম এন্ড ই) জয়নাল আবেদীন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কোঅর্ডিনেটর ফাবিয়া ফিরোজ ,চট্টগ্রামে নিয়োজিত প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন , সংশপ্তক-পিস প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান এবং  সংশপ্তক পিস প্রকল্পের ট্রেনিং এন্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী । সংশপ্তক-পিস প্রকল্পের আনোয়ারা  উপজেলা সমন্বয়কারী আবদুল ওয়াহেদ তালুকদার ও কর্ণফূলী উপজেলা সমন্বয়কারী মোমেনা আকতার সাথীর সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণ ২ টিতে  স্বাগত বক্তব্য রাখেন  সংশপ্তক-পিস প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান।  প্রশিক্ষণ ২ টি তে  আনোয়ারা উপজেলার  কমিউনিটি পুলিশিং ফোরামের বারাসাত ইউনিয়ন  ৭ নং ওয়ার্ড,জুইদন্ডী ইউনিয়ন  ৬ নং ওয়ার্ড এবং বরুমচড়া ইউনিয়ন  ১ নং ওয়ার্ডের ২৫ জন (১৯ জন পুরুষ ৬ জন মহিলা) ও কর্ণফূলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ২ নং ওয়ার্ড,বড়উঠান ইউনিয়ন  ৫ নং ওয়ার্ড ও চরলক্ষ্যা ইউনিয়ন  ৮ নং ওয়ার্ডেও ২৩ জন (১৫ জন পুরুষ ৮ জন মহিলা) সদস্য  অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ