বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপআগামী মা‌সে পায়রা সেতু দি‌য়ে যানবাহন চলাচ‌ল কর‌তে পার‌বে : সেতু মন্ত্রী

আগামী মা‌সে পায়রা সেতু দি‌য়ে যানবাহন চলাচ‌ল কর‌তে পার‌বে : সেতু মন্ত্রী

সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রী ওবা‌য়দুল কা‌দের ব‌লেছেন, পায়রা সেতু খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। আগামী মা‌সে এ সেতু দি‌য়ে যানবাহন চলাচ‌ল কর‌তে পার‌বে। পায়রা বা লেবুখা‌লি সেতু‌টি দ‌ক্ষিণাঞ্চ‌লে মানু‌ষের জন্য আরেকটি পদ্মা সেতুর ম‌তো। ১৫ সেপ্টেম্বর দুপু‌রে ব‌রিশাল সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যাল‌য়ে ভার্চুয়ালি তিন জেলার ১১‌টি সেতু উদ্বোধনকা‌লে মন্ত্রী এসব কথা ব‌লেন। ‌তি‌নি ব‌লেন, পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। এছাড়া নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাশ হ‌য়ে‌ছে। মন্ত্রী ব‌লেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে। বক্তব্য শে‌ষে তি‌নি ব‌রিশাল বিভা‌গে ৮৩ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নি‌র্মিত ১১টি সেতুর উদ্বোধন ঘোষণা ক‌রেন। এসব সেতুর মোট দৈর্ঘ্য ৪৯১ দশ‌মিক ৭৩৮ মিটার।

‌সেতুগু‌লো হ‌লো ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউটিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু।
ঝালকা‌ঠির ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-‌পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ০২ ‌মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঠা‌লিয়া (বান্দাঘাটা)-‌কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

‌ভোলার পারান তালুকদারহাট-‌বোরহানউ‌দ্দিন-লাল‌মোহন-চরফ্যাশন-চরমানিকা আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ০২ মিটার দৈ‌র্ঘ্যের বাংলার জার সেতু। দেবীরচর-না‌জিরপুর-লাল‌মোহন-মঙ্গল‌সিকদার-তজুমু‌দ্দিন আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ০২ মিটার দৈ‌র্ঘ্যের দেবীরচর সেতু। ‌পি‌রোজপুর জেলার চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কে ৬৩ দশ‌মিক ৭৯৮ মিটার দৈ‌র্ঘ্যের হেতা‌লিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কের ৭৫ দশ‌মিক ৯৭৮ মিটার দৈ‌র্ঘ্যের মাদারসী সেতু। উদ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন, সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ স্থানীয় প্র‌কৌশলীবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ