মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দ্য পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮ এর ৪বি ও ৪সি এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩ এর নির্দেশনা অনুযায়ী, অনুমোদনহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকগ্রহণ, পরিবহন ও বিলি-বিতরণ বেআইনি ও সম্পূর্ণভাবে বিধি-বহির্ভূত। এখন থেকে নথিপত্র বিতরণ ও গ্রহণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কুরিয়ার সেবা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ