শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে করোনায় ১৩ মৃত্যুর দিনে শনাক্ত ৫০৭

চট্টগ্রামে করোনায় ১৩ মৃত্যুর দিনে শনাক্ত ৫০৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৫০৭ জন।  ৯ আগস্ট চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৭৪ জন। বাকি ১৩৩ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন, এন্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহানগরের ৬২৬ জন আর বাকি ৪৪৬ জন বিভিন্ন উপজেলার।

আরও পড়ুন

সর্বশেষ