বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে দুই হাজার ৭৯২টি নমুনা পরীক্ষা করে ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪১ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭৭ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১৯ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১২ জন, বাঁশখালীর ১৮ জন, আনোয়ারার তিন জন, পটিয়ার ৩৮ জন, বোয়ালখালীর ৪৪ জন, রাঙ্গুনিয়ার একজন, রাউজানের ৪৭, ফটিকছড়ির ৩২, হাটহাজারীর তিন জন, সীতাকুণ্ডের ২৮, মীরসরাইয়ের সাত জন ও ২২ জন সন্দীপ উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৮ হাজার ৯৬৪ ও ১৯ হাজার ৪৭২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৬১ ও উপজেলা পর্যায়ের ৩৭১ জনসহ মোট ৯৩২ জন মারা গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ