মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়টিকার দ্বিতীয় চালান আসছে আজ

টিকার দ্বিতীয় চালান আসছে আজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে আসছে আজ ২২ ফেব্রুয়ারি। বেক্সিমকো কর্তৃপক্ষ জানিয়েছে, এই চালানে ২০ লাখ ডোজ টিকা আসছে। তবে এই চালান এলে এখন পর্যন্ত ভারত থেকে করোনা ভ্যাকসিন ডোজের সংখ্যা দাঁড়াবে ৯০ লাখ। বেক্সিমকো কর্তৃপক্ষ আরও জানায়, রাতে ভারতের সিরামের প্রস্তুত করা অক্সফোর্ডের করোনভাইরাস ভ্যাকসিন ডোজের দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ আসবে। পরবর্তী ডোজগুলোও পর্যায়ক্রমে আনা হবে। গত ২৫ জানুয়ারি ভ্যাকসিনের প্রথম চালানে ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়। এর আগে ২০ জানুয়ারি উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠায় ভারত সরকার। গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়। এদিকে টিকাদান কর্মসূচিও চলছে সারাদেশে। সংশয় কাটিয়ে টিকাকেন্দ্রে ভিড় করছেন সাধারণ মানুষ। রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিচ্ছেন। বেশ কয়েকজনের শরীরে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও তা সহজেই কাটিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ