শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপঅবৈধ উচ্ছেদ কার্যক্রম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং নগরবাসীর স্বার্থেই : মেয়র

অবৈধ উচ্ছেদ কার্যক্রম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং নগরবাসীর স্বার্থেই : মেয়র

দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ উচ্ছেদ কার্যক্রম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং নগরবাসীর স্বার্থেই উচ্ছেদ চালানো হচ্ছে এবং হবে। দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এই উচ্ছেদ কার্যক্রমের ফলে কোন ব্যক্তি হেয় প্রতিপন্ন হলে এর দায় ব্যক্তির নিজের বলেও মন্তব্য করেন মেয়র।

বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার অধীনে থাকা খালগুলো দক্ষিণ সিটি করপোরেশনে কাছে হস্তান্তর করা হবে। যে সকল ব্যক্তি-প্রতিষ্ঠান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদের খালের জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ