বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ৭০২, সবুর খান টাওয়ার, বড় কালি বাড়ি রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এ শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। D6B0B857-C3AA-400E-BE3E-ADD5258F1FC0সম্মানিত অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জনাব মো. জামিলুর রহমান মিরন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর বিক্রম আবদুস সবুর খান। অনুষ্ঠানে ব্যাংকের শাখার ব্যবস্থাপক মো. দিলদার হোসেনসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এই শাখায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক দেশের সকল উন্নয়নমূলক কাজের সাথে থাকতে চায়। তিনি বলেন, এই শাখার মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ী ও লুঙ্গিসহ তাঁতশিল্পের উদ্যোক্তাদের এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে অথায়ন করা হবে। ইতোমধ্যে করোনা দুর্যোগের এই সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, দেশের কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক সব সময় সর্বাধুনিক প্রযুক্তি ভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন

সর্বশেষ