সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়গাজীপুরে জুতা তৈরি কারখানায় আগুন লাগার ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে জুতা তৈরি কারখানায় আগুন লাগার ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড জুতা তৈরি কারখানায় আগুন লাগার ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। ১০ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা। এর আগে বিকেল ৪টার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ফায়ার ম্যান মো. সাব্বির হোসেন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, কালিয়াকৈরে উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামক জুতা তৈরির কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইপিজেড, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ