বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপকুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, কুয়েতের আমির বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কুয়েতের আধুনিক পররাষ্ট্রনীতির রূপকার শেখ সাবাহ ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি কুয়েতের আমির নিযুক্ত হন। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ