শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৩ সেপ্টেম্বর হতে ৩ দিন ব্যাপী হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) মহান...

২৩ সেপ্টেম্বর হতে ৩ দিন ব্যাপী হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) মহান ৮ ছফর এর ওরশ শরীফ

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ  শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর  পবিত্র মহান ৮ ছফর এর ওরশ শরীফ ২৬ সেপ্টেম্বর,২০২০ শনিবার  দরবারে বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।।
ওরশ উপলক্ষে কার্যক্রমের মধ্যে রয়েছে ৫ ছফর  ২৩ সেপ্টেম্বর  বুধবার হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ । ওরশ শরীফের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে – পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ শরীফ, জিকির শরীফ ,মিলাদ মাহফিল এবং আলোচনা সভা বাদে মাগরিব আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ । দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)  হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীকে ওরশ শরীফে উপস্থিত হয়ে হুজুর কেবলার নেগাহে করম হাছিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ