রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম জেলা পরিষদে জাতীয় শোক দিবস পালন

চট্টগ্রাম জেলা পরিষদে জাতীয় শোক দিবস পালন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম অসুস্থ থাকায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাব্বির ইকবাল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অতঃপর আলোচনাসভার শুরুতে ১৫ আগস্টের কালরাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও নিকট আত্মীয়স্বজনসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মোহাম্মদ রাসেলুল কাদের, সদস্যবৃন্দের মধ্যে জনাব জাফর আহমেদ, জনাব শওকত আলম শওকত, জনাব আ ম ম দিলসাদ, জনাব মোহাম্মদ ইউনুছ, ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য জনাব এডভোকেট উম্মে হাবিবা এবং সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবায় নিজকে নিয়োজিত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। পরিশেষে পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাত্রিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, নিকট আত্মীয়স্বজনসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মুহাম্মদ ফখরুদ্দীন।

 

আরও পড়ুন

সর্বশেষ