শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়আরও ২৬৫৪ জনের করোনা শনাক্ত, মারা গেছেন ৩০ জন

আরও ২৬৫৪ জনের করোনা শনাক্ত, মারা গেছেন ৩০ জন

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের বাড়ছে। ঈদজনিত ছুটি ও ব্যস্ততায় কয়েকদিন করোনার পরীক্ষা অনেক কম হওয়ায় শনাক্তের সংখ্যাও কমেছিল। কিন্তু গত দু’দিন ধরেই পরীক্ষা ও শনাক্তের ধারা উর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৬৫৪ নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৯১৮, ১৩৫৬, ৮৮৬, ২১৯৯, ২৭৭২, ২৬৯৫ ও ৩০০৯ জন রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার  ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২৩ দশমিক ৭৮ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল ৮ হাজার ১১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট ১২ লাখ ১২ হাজার ৪১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ২০ দশমিক ৩৫ পজেটিভ। ৫ আগস্ট দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা গিয়েছিলেন ৫৩ জন।

 

আরও পড়ুন

সর্বশেষ