সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়গত ২৪ ঘণ্টায় আরও ২৬৮৬ জন করোনা রোগী শনাক্ত, ৩০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ২৬৮৬ জন করোনা রোগী শনাক্ত, ৩০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩০৫ জনে।
১১ জুলাই দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩৪ জনে।এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ২ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হন। এছাড়া মৃত্যু হয় আরও ৩৭ জনের।
দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সাধারণ ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন

সর্বশেষ