শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহাই ফ্লো ন্যাসাল ক্যানোলা অক্সিজেন ডিভাইস দিয়েছে চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০'র সদস্যরা

হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা অক্সিজেন ডিভাইস দিয়েছে চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র সদস্যরা

অামরা প্রত্যেকেই চট্টগ্রাম কলেজের ছাত্র। অামাদের অধিকাংশই পারিবারিকভাবে চট্টগ্রামের, অনেকেই জন্মসূত্রে বা কেউ কেউ পিতার কর্মসূত্রে গড়ে-বেড়ে উঠেছে প্রকৃতির লীলাভূমি এই চট্টগ্রামে। স্বাভাবিকভাবে অামাদের সকলের অাবেগ-অনুভূতিতে ঘুরে-ফিরে অাসে চট্টগ্রাম। করোনার ক্রান্তিকালে বাস্তবিকভাবেই দেশের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে অনেক অপ্রতুল। চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র সদস্যরা নাগরিক হিসেবে চট্টগ্রামের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার প্রয়াসে করোনাক্রান্তদের চিকিৎসা সুবিধায় চট্টগ্রামে করোনার মূল চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে এক ইউনিট “হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা অক্সিজেন ডিভাইস” নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে। সকল বন্ধুদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় আজ সকাল সাড়ে এগারোটায় ব্যাচের পক্ষ থেকে বন্ধু ডা. অাশফাক, অজয় নন্দী,রাফি ও আমি হাসপাতালের তত্ত্বাবধায়ক বন্ধু অসীম কুমার নাথের হাতে ডিভাইসটি হস্তান্তর করে। দেওয়ান মাবুদ বলেন, দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলের উচিত মানবতার সেবায় এগিয়ে। আসা, চট্টগ্রাম কলেজের ব্যাচ ৮০ এর সব বন্ধুরা মিলে আমরা চেস্টা করছি সবার পাশে দাড়াতে, সামনে আরো বড়।পরিসরে কিছু করার ইচ্ছে আছে আমাদের। এ সুন্দর প্রয়াসে অান্তরিকভাবে সমর্থন, সহযোগিতা ও দোয়া করার জন্য চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র প্রতিজন সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আরও পড়ুন

সর্বশেষ