মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়া ছাত্রলীগের পরিচালনায় চালু হয়েছে অক্সিজেন সাপোর্ট

পটিয়া ছাত্রলীগের পরিচালনায় চালু হয়েছে অক্সিজেন সাপোর্ট

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনাভাইরাস পরিস্থিতির শুরুর দিক থেকেই পটিয়া উপজেলা আছে ঝুঁকিপূর্ণ অবস্থানে। পটিয়ায় প্রায় তিন’শ ছাড়িয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সংখ্যা। প্রয়োজনীয় মুহূর্তে বেশিরভাগ করোনা রোগীদের প্রয়োজন হয় অক্সিজেনের। এখন এই পরিস্থিতিতে তৈরি হয়েছে অক্সিজেন সংকট। প্রয়োজনীয় মুহূর্তে রোগীদের অক্সিজেন সেবা দিতে পটিয়া উপজেলা ছাত্রলীগ ও পটিয়া পৌরসভা ছাত্রলীগের (প্রবীণ নবীন) এর পরিচালনায় চালু হয়েছে ‘অক্সিজেন টিম সাপোর্ট পটিয়া’। এই “অক্সিজেন টিম সাপোর্ট পটিয়াকে” সকল প্রকার সহযোগিতা করবেন ডাঃ সাইফুদ্দীন খালেদ।

এই উদ্যোগ নিয়ে টিম লিডার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন  বলেন, শনিবার (৪ঠা জুলাই) থেকেই তাদের কার্যক্রম শুরু হবে। আমাদের এই কার্যক্রম পটিয়ার ১৭টি ইউনিয়নে ও পটিয়া পৌরসভার অসুস্থ রোগীদদের ফ্রি তে অক্রিজেন সেবা দেওয়ার জন্য।’

তিনি আরো জানান এই কার্যক্রমের উদ্যোক্তা তিন জন আবু হানিফ মুহাম্মদ সজিব, এম হোসাইন রারা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সোহেল।

পটিয়া উপজেলার যেকোনো স্থানে অক্সিজেন সেবা পেতে নিন্মে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।

সেলিম উদ্দিনঃ ০১৮৩৫৯২৮৪৫০ ; রবিউল হোসেনঃ০১৮১৯৬২৪৭০০, সাব্বির আহমেদঃ ০১৮৫৯৫৯০২৬৯ ; নাঈম উদ্দিনঃ ০১৬৪৩১৭৮৫৩৮   শাহিদুল ইসলামঃ ০১৮৮৪০৭৭৬৫২

আরও পড়ুন

সর্বশেষ