শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৭২ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৭২ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৭২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তারমধ্যে  মহানগরে ২৫৯ জন এবং উপজেলায় ১১৩ জন। ২৯ জুন ১ হাজার ৩৪৫ নমুনা পরীক্ষায় ফলাফল পাওয়া যায় বলে জানায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। ১ জুলাই সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭২ জনের কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৫২ জন। এছাড়া শেষ  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি, বেসরকারি ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ১ হাজার ৩৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, চবিতে ১৮৬ টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের, বিআইটিআইডিতে ৩১০ টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের, চমেকে ৩১৭ টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের, সিভাসুতে ১৪৫ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৪ টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫৯ টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় আরও ১০ জন।

আরও পড়ুন

সর্বশেষ