মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......টানা ৩৯৩ মামলা শুনলেন এক বিচারপতি

টানা ৩৯৩ মামলা শুনলেন এক বিচারপতি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পুজোর ছুটিতে এক মাস বন্ধ থাকছে আদালত। মানুষের ভোগান্তি কথা ভেবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জেলা ও দায়রা বিচারক টানা ২০ ঘন্টা ধরে আদালত পরিচালনা করে ৩৯৩টি মামলার শুনানি করেছেন। আইনজীবীদের মতে, এটা গোটা রাজ্যে তো বটেই গোটা ভারতবর্ষে নজীরবিহীন ঘটনা। বিচারপতি জাহাঙ্গির কবীরের এই উদ্যোম ও মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ বিচারবিভাগও।

ইসলামপুরের জেলা ও দায়রা বিচারক জাহাঙ্গির কবীর দু’বছর আগে ইসলামপুরে আসেন। ওই জেলায় মামলার চাপ অন্য সব জেলার মতই বেশি। আর তাই তিনি ঠিক করেন যে, পুজোর ছুটির আগের দিন টানা মামলা শুনবেন।

গত বুধবার বেলা এগারোটায় বিচারের কাজ শুরু হয়। দুপুরে ও রাতে ১৫ মিনিট করে লাঞ্চ ও ডিনারের জন্য আদালতের কাজের বিরতি ছিল। বিচারক টানা মামলা শুনতে থাকেন। এই ভাবে সব কাজ শেষ হয় পরদিন ভোর সাতটায়। সকলে তখন হাই তুলছেন।

বিচারপতি জাহাঙ্গিরের এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলি জানিয়েছেন, আইনেই বলা রয়েছে যে, বিচারপতি প্রযোজন মনে করলে আদালতের সময়ের বাইরেও মামলা শুনতে পারেন। তাই এক্ষেত্রে যা হয়েছে তা আইন মেনেই হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ