শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদটপকরোনায় বিশ্বে প্রাণ গেল পৌনে ৫ লাখ মানুষের

করোনায় বিশ্বে প্রাণ গেল পৌনে ৫ লাখ মানুষের

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, ২৩ জুন সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা চার লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৮৭ হাজার ৮৬১ জন। এর মধ্যে চার লাখ ৭৪ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৪৯ লাখ ৩৭ হাজার ২৫১ জন।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৮৮ হাজার ১৫৩। মৃত্যু হয়েছে এক লাখ ২২ হাজার ৬১০ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১১ হাজার ৩৪৮। এর মধ্যে ৫১ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৮০। এর মধ্যে আট হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪১৮। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ