বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিলেন ব্যাংক কর্মকর্তারা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিলেন ব্যাংক কর্মকর্তারা

image_40028সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন অনুদান হিসেবে দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনুদান বাবদ মোট ৭ কোটি ৬১ লক্ষ ৩৪ হাজার টাকার চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক, এবিবি, বিএএলএফসিএ, আইবিবি, বিআইবিএম-এর কর্মকর্তারা এ অনুদান দেন।  সাভার ট্রাজেডির আহতদের সুচিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার আওতায় এ অর্থ দেয়া হয়।

 এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর পক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএ ফারুকী, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইশতিয়াক আহমেদ চৌধুরী, ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ-এর মহাসচিব মো. আবদুল মতিন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিনানসিয়াল কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়াম্যান আসাদ খান, ভাইস চেয়ারম্যান সেলিম আর এফ হুসাইন, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ