সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচার উপসর্গের একটি থাকলেই করা যাবে করোনার নমুনা পরীক্ষা

চার উপসর্গের একটি থাকলেই করা যাবে করোনার নমুনা পরীক্ষা

দেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে নভেল করোনাভাইরাস। সন্দেহভাজন কোনও ব্যক্তির যদি চার উপসর্গের মধ্যে এক বা একাধিক উপসর্গ দেখা দেয় তাহলে সেই ব্যক্তির নমুনা সংগ্রহ করতে হবে এবং তিনি করোনার নমুনা পরীক্ষা করাতে পারবেন। একইসাথে নতুন রোগী শনাক্তকরণের জন্য নির্ধারিত ফরমে উপসর্গের তথ্যের পাশাপাশি রোগীর পূর্ণাঙ্গ ঠিকানার তথ্যও যুক্ত করতে বলা হয়েছে। যাতে রোগীর এলাকা সহজেই চিহ্নিত করা যায়। ৬ জুন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্বাক্ষরিত এক নোটিশে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, যদি কোনো ব্যক্তির জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টসহ এসব উপসর্গের মধ্যে এক বা একাধিক উপসর্গ দেখা দেয় তাহলে তার নমুনা সংগ্রহ করতে হবে। সংগৃহীত নমুনার সাথে সংযুক্ত ফরম অনুযায়ী, নমুনা প্রদানকারীর নাম, বয়স, লিঙ্গ, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর ও উপসর্গ বিষয়ক তথ্য সংযুক্ত করতে হবে। সঠিক পদ্ধতি অনুসরণ করে নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও নির্দিষ্ট ল্যাবরেটরিতে পাঠাতে হবে। এছাড়া সংগৃহীত নমুনা সম্বলিত টিউবটি সঠিক ও পরিষ্কার ভাবে লেভেল করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ