বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাজেট বিষয়ক আলোচনা "কেমন বাজেট চাই"

৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাজেট বিষয়ক আলোচনা “কেমন বাজেট চাই”

কোভিড-১৯ সংকটের মধ্যেই ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষিত হতে যাচ্ছে। অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেটীয় ব্যবস্থা থাকবে নাকি দীর্ঘ মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা থাকবে এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বাংলাদেশ লাইভ আয়োজন করেছে প্রাক বাজেট ভাবনা “কেমন বাজেট চাই” শিল্প ও বানিজ্য খাতে কেমন কেমন বাজেট চাই এই বিষয়ে কথা বলবেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো.রুহুল আমিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এসএম আবু তৈয়ব,পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ ব্যবস্থাপনা পরিচালক (এফএমসিজি) আসিফ ইকবাল।
কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এর সঞ্চালনায় আগামী ৭ জুন, রবিবার রাত ৮ টায়’বাংলাদেশ লাইভ’ ফেইসবুক পেইজ ও সোশ্যাল মিডিয়াতে এটি সরাসরি সম্প্রচারিত হবে।এই অনুষ্ঠানটির সাথে সহযোগীতায় আছেন দৈনিক সমকাল, লাইফলাইন সাপ্লায়াস, আগামীর চট্টগ্রাম,এক্সপার্ট কমিউনিকেশন, ডেন্টাল ইন ও নিউজ পোটাল বিডি সময়২৪.কম।

আরও পড়ুন

সর্বশেষ