বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসামাজিক দূরত্ব মেনে চট্টগ্রামে ঈদের নামাজ আদায়

সামাজিক দূরত্ব মেনে চট্টগ্রামে ঈদের নামাজ আদায়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এবার ব্যতিক্রমী ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

২৫ মে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ভিন্ন আবহে চট্টগ্রামের মসজিদে মসজিদে আদায় করা হয় ঈদের নামাজ।

মুখে মাস্ক, গায়ে পুরনো জামা। কাঁধে কাঁধ রেখে নয়, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় হল। নেই কোলাকুলি কিংবা হাত মেলানোর তোড়জোড়ও।

সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন। এরপর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমেদুল হক।

নগরীর ৪১টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের তত্বাবধানে নগরের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৮টায়। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন। সকাল পৌনে ৯টায় এই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ