শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মা ও শিশু হাসপাতালের চিকিৎসক জাফর হোসাইন...

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মা ও শিশু হাসপাতালের চিকিৎসক জাফর হোসাইন রুমি

করোনা উপসর্গ নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক এস এম জাফর হোসাইন রুমি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

২৫ মে ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক।

তিনি বলেন, ডা. রুমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিন্তু দুইবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে শিশুরোগ বিভাগের এই চিকিৎসক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ১৯ মে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ